ইউরোপের ২৬ টি দেশের নাম ও বৈশিষ্ট্য | ইউরোপের দেশ ও রাজধানী


ইউরোপের ২৬ টি দেশের নাম, এসব দেশগুলোর সংস্কৃতি, ইতিহাস পর্যটন কেন্দ্র এবং ইউরোপের দেশ ও রাজধানী সম্পর্কে বেশ কিছু আলোচনা আজকে আমি আপনাদের সামনে এই পোস্ট এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ।
ইউরোপের-২৬-টি-দেশের-নাম

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য সহায়ক হবে ইউরোপের ইতিহাস সম্পর্কেও জানতে। ভ্রমণ পিপাসুদের জন্য আজকের এই পোস্টটি হতে যাচ্ছে অনেক উপকারী ও ইউরোপের দেশগুলো সম্পর্কে তথ্যবহুল।

সূচিপত্রঃ  ইউরোপের ২৬ টি দেশের নাম ও বৈশিষ্ট্য

ইউরোপ মহাদেশের কিছু তথ্য

ইউরোপ মহাদেশ হলো একটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ একটি দেশ। শিল্প ও প্রযুক্তির দিক থেকেও রয়েছে এদেশের অনেক গুরুত্ব। এই মহাদেশে রয়েছে ৪৪টি স্বীকৃতিপ্রাপ্ত দেশ, আর সেসব দেশগুলোর মধ্য থেকে আজকে আমি ইউরোপের ২৬ টি দেশের নাম ও তাদের বৈশিষ্ট্য এবং ইউরোপের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে চলেছি। যাতে করে আপনারা যারা ইউরোপ মহাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য উপকারে আসে।

ইউরোপের ২৬ টি দেশের নাম রাজধানী ও বৈশিষ্ট্য

ইউরোপের ২৬ টি দেশের নাম রাজধানী ও বিশেষ বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো আসুন একনজরে তা দেখে নেয়া যাক।
দেশ রাজধানী বৈশিষ্ট্য
আলবেনিয়া তিরানা পাহাড় ও ঐতিহাসিক দুর্গে সমৃদ্ধ
অ্যান্ডোরা অ্যান্ডোরা লা ভেলা স্কিইং ও ট্যাক্স ফ্রি শপিং
অস্ট্রিয়া ভিয়েনা মোজার্টের জন্মস্থান, ক্লাসিকাল সংগীত
বেলারুশ মিনস্ক সোভিয়েত স্থাপত্য ও বনভূমি
বেলজিয়াম ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর
বসনিয়া ও হার্জেগোভিনা সারায়েভো ধর্মীয় সহাবস্থান ও ঐতিহাসিক শহর
বুলগেরিয়া সোফিয়া রোজ উৎপাদনে বিশ্বখ্যাত
ক্রোয়েশিয়া জাগরেব অ্যাড্রিয়াটিক সাগরের সৈকত
সাইপ্রাস নিকোসিয়া গ্রীক ও তুর্কি সংস্কৃতির মিশ্রণ
চেক প্রজাতন্ত্র প্রাগ ইউরোপের অন্যতম সুন্দর শহর
ডেনমার্ক কোপেনহেগেন পরিবেশবান্ধব ও সুখী জনগণ
এস্তোনিয়া তালিন ডিজিটাল রাষ্ট্রের মডেল
ফিনল্যান্ড হেলসিঙ্কি অরোরা ও হিমবাহ
ফ্রান্স প্যারিস ফ্যাশন, খাবার ও আইফেল টাওয়ার
জার্মানি বার্লিন প্রযুক্তি ও শিল্পে অগ্রগামী
গ্রিস এথেন্স প্রাচীন সভ্যতার কেন্দ্র
হাঙ্গেরি বুদাপেস্ট ড্যানিউব নদীর সৌন্দর্য
আইসল্যান্ড রেইকিয়াভিক আগ্নেয়গিরি ও হট স্প্রিং
আয়ারল্যান্ড ডাবলিন সবুজ ভূমি ও ঐতিহাসিক দুর্গ
ইতালি রোম রোমান সভ্যতা, পিজা ও পাস্তা
লাটভিয়া রিগা আর্ট নুভো স্থাপত্য
লিথুয়ানিয়া ভিলনিয়াস ঐতিহাসিক দুর্গ ও গির্জা
লুক্সেমবার্গ লুক্সেমবার্গ সিটি ইউরোপের অন্যতম ধনী দেশ
মাল্টা ভ্যালেটা প্রাচীন সভ্যতার নিদর্শন
মলডোভা চিসিনাউ ওয়াইন উৎপাদনে বিখ্যাত
মোনাকো মোনাকো বিলাসবহুল জীবনযাত্রা

আলবেনিয়া সম্পর্কে কিছু তথ্য

আলবেনিয়া হলো ইউরোপের ২৬ টি দেশের মধ্যে একটি দেশ যেটি দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। এটি মূলত পাহাড়ে দেশ, এদেশের রাজধানীর নাম হলো তিরানা। এই দেশটি ১৯১২ সালে স্বাধীনতা লাভ করে। আলবেনিয়ার অর্থনীতির দিক থেকে কৃষি প্রধান, সম্প্রতি প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের দিক থেকে অগ্রগতি লাভ করেছে। এই দেশে মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে থাকে। পর্যটকদের জন্য আলবানীয়ায় উল্লেখযোগ্য স্থানগুলো হল আলবেনিয়ান রিভিয়েরা, ক্রজ দুর্গ, জিরোকাস্টার শহর।

ফ্রান্স নিয়ে কিছু কথা

আপনাদের মধ্যে অনেকে আছে যারা ফ্রান্সের রাজধানী প্যারিস সম্বন্ধে জানেন। আর এই প্যারিসেই অবস্থান করছে বিশ্বাস ঐতিহ্যবাহী আইফেল টাওয়ার। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স হচ্ছে ধনী এবং প্রভাবশালী একটি দেশ, এবং এই দেশটি শিল্প-সাহিত্য ও ফ্যাশনের দিক থেকে অনেকটাই জনপ্রিয়। দেশটিতে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম ও ফরাসি রান্নায় বিখ্যাত হওয়ায় পর্যটকদের জন্য অন্যতম একটি জায়গা চাইলে আপনিও গিয়ে ঘুরে আসতে পারেন।
ইউরোপের-২৬-টি-দেশের-নাম

ইউরোপের একটি দেশ জার্মান

জার্মান দেশটি শিল্প, প্রযুক্তি ও অর্থনীতি দিক থেকে ইউরোপকে নেতৃত্ব দেয়, এদেশের রাজধানীর নাম হচ্ছে বার্লিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানের ভূমিকা ছিল অতি গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি হচ্ছে একটি শক্তিশালী দেশ। দেশটি গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত। যেমন, বি এম ডাব্লু, মারসিডিজ ও বেন্জ  এর মতো বিখ্যাত গাড়ি এখানেই তৈরী করা হয়।

ইতালি

ইতালি ইউরোপের রোমান সাম্রাজ্যের একটি কেন্দ্র যা রাজধানীর নাম হচ্ছে রোম। এটি শিল্প, স্থাপত্য ও রেনেসাঁ যুগের জন্য বিখ্যাত একটি শহর। পর্যটকদের আকর্ষণ করার মত দেশটিতে জায়গা গুলোর মধ্যে হচ্ছে ফ্লোরেন্স, ভেনিস ও পিসার টাওয়ার। বিশ্বজুড়ে জনপ্রিয় খাবার গুলোর মধ্যে হচ্ছে ইতালিয়ান খাবার পিজ্জা ও পাস্তা। সর্বোপরি এই দেশটিকে ইউরোপের সংস্কৃতিক ও ঐতিহ্যের ধারক বলা যেতে পারে।

ইউরোপের ঐতিহাসিক স্থান স্পেন

বিশ্বের অন্যতম খেলা ফুটবল ও বিভিন্ন উৎসবের জন্য বিখ্যাত একটি দেশ স্পেন যার রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। বিশ্বের কাছে পরিচিত নিত্য ফ্লামেংকো স্পেনের ঐতিহাসিক একটি নিত্য। এ দেশটিতে বার্সেলনা ও সেভিল শহরগুলো স্থাপত্য ও সংস্কৃতি তে সমৃদ্ধশালী হয়ে আছে। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে ইসলামের শাসনামলের ছাপ এখনো রয়ে গেছে।

গ্রীস এর কিছু তথ্য

পশ্চিমা সভ্যতার জন্মস্থান গ্রীস যার রাজধানীর নাম হচ্ছে অ্যাথেন্স। এটি দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের দেশ। গ্রিসের দেবপুঞ্জ শান্তোরিনি পর্যটকদের আকর্ষণ করে। ইউরোপের দেশগুলোর মধ্যে ধনী দেশ। গ্রীস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্বদিকে অবস্থিত একটি দেশ।

নেদারল্যান্ড

নেদারল্যান্ড যা খাল ও সাইকেল পথে বিখ্যাত, নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম। দেশটি উইন্ডমিল, টিউলিপ ফুল ও চিজের জন্য খুবই বিখ্যাত। নেদারল্যান্ড জনকল্যাণের জন্য রাষ্ট্রীয় খরচে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষাসেবা এবং স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। তারা জনকল্যাণমূলক কাজের জন্য এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, এবং জনকল্যাণের দিক থেকে উদার ও মহত্ত্বের অধিকারী।
ইউরোপের-২৬-টি-দেশের-নাম

বেলজিয়াম

ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী। বিয়ারের জন্য বিখ্যাত একটি দেশ বেলজিয়াম। দেশটি ফ্লেমিস, ফরাসি ও জার্মান এই তিনটি ভাষায় বিভক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বেলজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইউরোপের দেশ সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড এর রাজধানী বার্ণ তবে জুরিখ ও জেনেভা গুরুত্বপূর্ণ দুটি শহর। সুইজারল্যান্ডে রেডক্রস এর সদর দপ্তর রয়েছে। দেশটি নিরপেক্ষতা ও শান্তির প্রতীক, দেশটি চকলেট ঘড়ি ও ব্যাংকিংয়ের জন্য বিখ্যাত। ইউরোপের দেশ গুলোর মধ্যে অন্যতম নিরাপদ একটি দেশ।

শেষ কথাঃ ইউরোপের ২৬ টি দেশের নাম ও বৈশিষ্ট্য

ইউরোপেজ ২৬ টি দেশের নাম ও তাদের বৈশিষ্ট্য এবং ইতিহাস নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করেছি এই আর্টিকেলের মাধ্যমে। আপনি যদি এই পোষ্টটি সম্পূর্ণ পড়েন তবে বুঝতে পারবেন ইউরোপ এর ঐতিহ্যবাহী ইতিহাস ও দিক নির্দেশনাগুলো। আপনি যদি একজন পর্যটক হন এবং ভ্রমণে খুবই উৎসাহিত তবে এই পোস্টটি আপনাকে ইউরোপের দেশগুলোর মধ্য থেকে নির্দিষ্ট কিছু দেশগুলো ভ্রমণের জন্য কোন দেশটির শ্রেষ্ঠ হবে তা জানতে পারবেন। প্রত্যেকটি দেশে রয়েছে আপনার জন্য নতুন কিছু শেখার সুযোগ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মুল্যবান মতামত এখানে টাইপ করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url