গোপনীয়তা নীতি (Privacy Policy)

সর্বশেষ আপডেট: [০৬-০৯-২০২৫]

আমার ওয়েবসাইট Go MR Zone আপনাদের তথ্যের গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে থাকে। এই গোপনীয়তা নীতির মাধ্যমে আমরা আপনাকে জানাচ্ছি কীভাবে আমরা আপনার তথ্য সংগ্রহ করি, ব্যবহার করি, সংরক্ষণ করি এবং সুরক্ষা নিশ্চিত করি।

আমরা যে ধরনের তথ্য সংগ্রহ করি

আমরা ব্যক্তিগত ও অ-ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি, যেমন ঃ
  • ব্যক্তিগত তথ্যঃ নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর (যদি আপনি আমাদের ফর্মে দিয়ে থাকেন)
  • অ-ব্যক্তিগত তথ্যঃ ব্রাউজার ধরন, IP এড্রেস, ডিভাইস ধরণ ও সাইটে ভিজিটের সময়কাল।

তথ্য সংগ্রহের উদ্দেশ্য

আমরা আপনার তথ্য নিম্নে দেয়া উদ্দেশ্যে ব্যবহার করে থাকি ঃ
  • ওয়েবসাইটের কার্যকারিতা উন্নত করা জন্য।
  • আপনার প্রশ্নের উত্তর দেওয়া জন্য।
  • নিউজ লেটার ও কনটেন্ট আপডেট পাঠানো

থার্ড পার্টি লিংক ও সার্ভিস

আমার সাইটে YouTube ভিডিও, অ্যাফিলিয়েট লিংক ও বিভিন্য বিজ্ঞাপন থাকতে পারে। আমরা এই লিংকগুলোর গোপনীয়তার জন্য দায়ী থাকবো না। তাদের গোপনীয়তা নীতির সাথে আমাদের গোপনীয়তা নীতির পার্থক্য থাকতে পারে। অতএব সেইসব সাইট থেকে আপনাদের কোন সমস্যা হলে আমার এই সাইট gomrzone.com  কোন প্রকার দায়ী থাকবে না।

আপনার তথ্যের নিরাপত্তা

আমরা SSL এনক্রিপশনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকি, যাতে আপনার তথ্য নিরাপদ থাকে, যদিও বা অনলাইনে শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয় না।

স্থানীয় আইনের সম্মান

আমরা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা আইন অনুসরণ করি এবং প্রয়োজনে এই নীতিমালা হালনাগাদ করব।

নীতিমালার পরিবর্তন

আমরা সময় সময় Privacy Policy পরিবর্তন করতে পারি এবং তা ওয়েবসাইটে আপডেট তারিখসহ প্রকাশ করা হবে।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মুল্যবান মতামত এখানে টাইপ করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url